বুধবার যৌথ সংবাদ সম্মেলনে আসছেন তাবিথ ও ইশরাক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২০ ৫:৫৩ অপরাহ্ণ

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আগামী বুধবার বেলা ১১টায় গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নানামুখী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তাবিথ ও ইশরাক।

সোমবার তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে। ঢাকার দুই সিটির ভোটকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকা মার্কায় ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন