বিতর্কে সেরা কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ

রায়পুর সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুরে আন্ত:স্কুল-মাদ্রাসা-কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ অক্টোবর) দুপুরে রায়পুর ক্লাবের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে এ বিতর্কের আয়োজন করা হয়।

ফাইনালে স্কুল পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল কাজীর দিঘীরপাড় মাদ্রাসাকে পরাজিত করে। কলেজ পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্ব ও সাংবাদিক মোঃ মোস্তফা কামালের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্কের নির্দেশক সৈয়দ আশিক। বিচারকের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের সভাপতি মাজেদ আজাদ, জাতীয় বিতার্কিক আজিজুর রহমান খান বুলবুল, ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহসভাপতি মনিরুজ্জামান মুন্না ও সাবেক বিতার্কিক তমালিকা চক্রবর্তী। পরে বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন