বিকেলে লক্ষ্মীপুরে উন্নয়ন কনসার্ট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে  শনিবার বিকেল ৪ টায় শুরু হচ্ছে উন্নয়ন কনাসর্ট।এরআগে দুপুরে ২টা ৩০ মিনিটে স্টেডিয়ামের গেট খোলা হবে। এতে ২ হাজার আসনের ব্যবস্থা রয়েছে।এছাড়াও পুরো স্টেডিয়াম উম্মুক্ত থাকছে সাধারণ দর্শকদের জন্য।রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস ও শূন্য। গাইবেন সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ, দিলশাদ নাহার কণা, পার্থ বড়ুয়া, নগরবাউল খ্যাত শিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস, কুমার বিশ্বজিৎ, সুবীরনন্দী, আঁখি আলমগীর।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভিতে

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল এমপি, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আবদুল মান্নান ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামাল, জেলা পরিষদের প্রশাসক মোঃ শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমূখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন