বিএনপির ত্রাণ বিতরণে বাধা দেওয়ার প্রমাণ পেলে শাস্তি দেব: কাদের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক:   ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে’ বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য-প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন অভিযোগ করেন।

কাদের বলেন, বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য-প্রমাণ দিন। এ অমানবিক কাজ যারা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, আমি আবারও বলতে চাই, বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট বলেও জানা তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন