বালিকার নারীত্বের গল্প

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৭ ৯:২২ পূর্বাহ্ণ

আমার কৈশরে নাম ছিলো বালিকা।স্কুলের উন্মুক্ত আকাশের নিচে সমতল মাঠ ছিলো আমার বিচরন ক্ষেত্র। সমতলে সাম্যের এক জেন্ডার বৈশম্যযুক্ত অসমতল সমাজে আমাকে শিশু থেকে বিচ্ছিন্ন করে আমার নাম রাখা হলো বালিকা। কে কখন কিভাবে বালিকার জীবন চক্ররেখা নির্মিত সমাজে প্রতিস্থাপিত করে রেখেছে তাহা কাহারো জানা নেই। আমার শিশু শরীরের উপর জেন্ডার আক্রান্ত ঘৃনার বহিঃপ্রকাশ আমি উপলব্দি না করলেও তার প্রভাব আমি অনুভব করি। আঁতুড় ঘর থেকেই আমি বিদ্রুপের স্বীকার। সকল ভাই বোনের আদি নিবাস একই মায়ের গর্ভে হলেও জগত সংসারে প্রত্যবর্তন করার সাথে সাথেই আমি দ্বিজাতিত্বের শ্রেনীভূক্ত নিপিড়িতদের একজন।

আমার সমগোত্রিয় বালিকাদের বেশীর ভাগ অংশকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষার কোন অধিকার নেই। সুবিধাপ্রাপ্ত বালকের জন্য রাষ্টের শিক্ষা উন্মুক্ত হলেও নিজ পরিবার থেকেই বালিকার জন্য শিক্ষা উন্মুক্ত নয়। আমি সমাজ,পরিবার ও

কুসংস্কারের নির্মিত প্রতিবন্ধকতার বেড়া অতিক্রম করে গাইয়ার চর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। অধির আগ্রহে শিক্ষায় মনোনিবেশ করি। স্কুল শেষে বাড়ী ফেরার পরই নিত্যদিনের সাংসারিক কাজে মনোনিবেশ। বালিকাদের জন্য শিশু শ্রম বাধ্যতামূলক। মায়ের অর্ধেক আর আমার অর্ধেক শ্রমেই আমাদের সংসার। একই মায়ের গর্ভে জন্ম নিয়েও কন্যা সন্তান হওয়ার কারনে অন্যদের মত সমান অধিকার থেকে আমি বঞ্চিত।

স্নেহ মমতা আর ভালোবাসা নামক এক আপেক্ষিক মায়াবী তার দিয়ে আমাকে বেঁধে ফেলা হয়েছে। নারীর জন্যই এইসব শব্দের আবিস্কার হয়েছে। পরিবারের সকলের মুখে অন্নগ্রহন শেষে অবশিষ্টংশই আমার প্রসাদ। ক্লান্তি আর বিষন্নতার হাতছানির মাঝে আমি স্কুলের পাঠ্যবিষয় আয়ত্ব করার

চেষ্টা করি। কেরোসিনের মিটিমিটি আলোয়ে আমি আমার জীবনের অন্ধকারাচ্ছন্ন কালো সন্ধার বিরুদ্ধে লড়াইয়ে অবর্তির্ন হই। বই আর কেরোসিনের আলোর প্রদীপ আমার জীবনের একই রঙ্গের রঙধনু রাঙ্গানো স্বপ্ন।পৃথিবীতে মাত্র একজন পুরুষ যিনি তার জীবনকে আর আমাকে একই রকম ভালোবাসে তিনি আমার বাবা। নিজের জন্য নিত্যদিনের ঔষধ না কিনে আমার বইখাতা কলম-কালির ঘাটতি পুরন করেছিলেন। কলমের কালি দিয়ে জীবনের কালিমা দূর করার গল্প বাবার কাছেই শিখেছি।

আমি এখন সিক্সে পড়ি রুখবে আমায় কে।এমন একটি বাঁধভাঙ্গা উচ্ছাস নিয়ে বড় স্কুলে ভর্তি হলাম। বালিকার জন্য প্রকৃতি এক আমৃত্যু মহাশত্রু। জীবনের একটির পর একটি অধ্যায় নিষ্ঠুর ভাবে নারীর জীবন পরিবর্তন করে দেয়। ওড়না পড়ে চত্বর ঢেকে আমার জীবনকে আবৃত করতে প্রকৃতি

বাধ্য করে। পুরুষের দৃষ্টি সীমানার বাহিরে আমার নারীত্বকে আবদ্ধ রাখা আমার কর্তব্য। স্বাধীন সত্বা আমার বৈরী। স্কুলের পথে বখাটেদের উৎপাতের দৃষ্টি নিক্ষেপ আমাকে ভীত সন্ত্রস্ত করে তোলে। স্কুলের ছেলেদের মত হাসি খুশি আমার জন্য যেন অলিখিত নিষেধাজ্ঞা। নিদৃষ্ট একটি বদ্ধ ঘরে

আমাদের সকল ছাত্রীর অবকাশ সময়ের এক বন্দীশালা। চারিদিকে তাকানা আমার জন্য সমুচিন নয়।
ঠিক সময়ে বাড়ীতে পৌঁছা আমার জন্য আইন। এইসব নিয়ম আমার নারীত্বের এক নির্মম শাস্তি।

দশ বিষয়ে সমান ভাবে ছেলেদের চাইতে বেশী নাম্বার নিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তির্ন হই। আমার চেয়ে বড় তিন ভাইকে বাদ দিয়ে আমার জন্য পাত্র খোঁজা শুরু হলো। আমার শরীর বৃত্তিয় আকাঙ্খার কোন আগ্রহ না দেখালোও রীতিনীতিকে ধর্মের সাথে সংযুক্ত করে আমার লেখাপড়া অধ্যায়

সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিলো। নারী হিসাবে এই যুদ্ধের সাথে মোকাবেলা করা কত কঠিন শুধু নারী ব্যতিত অন্য কেউ উপলব্দি করতে পারবে না। আমি বিদ্রোহের সূরে প্রতিবাদ করে জয় লাভ করি। শহরতলীতে আত্মিয়ের বাসায় থেকে কলেজে ভর্তি হই। আমার শরীর আমার শত্রু।

আত্মিয়ের অনুকম্পার সুযোগে তার ছেলের অশালীন নির্যাতন আমাকে পূনরায় জীবন যুদ্ধে অবর্তির্ন হতে হয়। কখনো প্রেমের আবেদন কখনো নীতি গর্হিত আচরন আমাকে ক্ষতবিক্ষত করে তোলো। একটি চারন ভূমিতে বাঘ আর হরিনের মত একজন নারীর বসবাস।

কলেজে অধ্যায়নের সময়ে অনেক আগুন্তুক লোকের আসা যাওয়া অবলোকন করি।পথরোধ করে পাত্রীদেখার হিড়িক পড়ে যায়।আমার রুপই আমার শত্রু। মধ্যপ্রাচ্য ও ইউরোপ ফেরত মধ্য বয়সী পাত্রের উগ্র সেন্টের গন্ধে আমি অস্থির। কখনো বড় ভাই কখনো ভগ্নিপতি বর পক্ষের সফর

সঙ্গী হয়ে আমার কলেজে আসা যাওয়ার পথে কুশলাদী জিজ্ঞাসার সুযোগে পাত্রীদেখা সমাপ্ত করেছে। পাত্রপক্ষের সাফ কথা আমরা গরীব হওয়াতে কোন অসুবিধা নেই। মেয়ের রুপ-যৌবন বাবার সম্পদের ভারসাম্য এনে দিয়েছে। আমার জ্ঞানের বিকশিত মাপকাঠি খোজার কোন পাত্র পাওয়া গেলো না। আমি প্রতিবাদ করি, আমার জীবনের যুদ্ধক্ষেত্রের রনাঙ্গনে ক্লান্ত হয়ে পড়ি।

‘জীবন’ যুদ্ধের সাথে পরাজিত হলো নাকি ‘যুদ্ধ ‘জীবনের সাথে পরাজিত হলো তাহা অনুমান করতে পারলাম না। ইন্টার পরীক্ষা শেষ হলো। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য সর্বোচ্ছ বিদ্যাপিঠ এই পর্যন্তই বলে সকল আত্মিয় স্বজন স্বাক্ষী দিতে শুরু করলো। প্রতিটি মানুষের জীবন

চলার জন্য একাকী জীবনে কোন প্রতিবন্ধকতা না হলেও আমার জন্য অবলম্বন প্রয়োজন বলে পরিবার সকলে একমত হলো। আমার নাকি অনেক বয়স হয়েছে! একদিন তপ্ত দুপুরে পাত্র পক্ষের পক্ষের লোকদের আগমন দেখেই আমি বিষন্ন হয়ে পড়ি। আজই আমার জীবন দুই ভাগে বিভক্ত হয়ে

যাবে। সকল নিকট আত্বিয়ের উপস্থিতি দেখেই আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নের কাল্পনিক মস্তিস্কের উপর এক বজ্রপাত আঘাত আনলো।

কারুকার্যখচিত এক সেট বিদেশী অলংকার আমার জীবনের বিনিময়ে লোভ দেখানো হলো। শাড়ী বিদেশী বস্র কসমেটিক সামগ্রীর ভারী ব্রিফকেইস একটি মেয়ের লোভনীয় পৃথিবীর সমতূল্য। সকল হাসির মাঝে শুধু আমার বুকভরা আর্তনাদ। এক জন মেয়ের জীবন সঙ্গী পচন্দ করার স্বাধীনতা

অন্যের হাতে। জীবন আমার তার কার্য্যকর মালিকানার দায়ীত্ব আমার নয়। আমাকে বধূ-মূর্তিতে সাজানো হলো। জীবন্ত বিগ্রহের মতকরে দৃষ্ট্রি ক্ষুধাতুর অনেকগুলো মানুষের সন্মুখে হাজির করা হলো। কোরানের সূরা দিয়েই আমার ইন্টারভিউ শুরু হলো। হাত-পায়ের আঙ্গুল ঘেটেঘেটে

আমার নিক্ষুত সনদের পরীক্ষা চালানো হলো। আমার নির্বাক আচরন ব্যাতিত আর কোন দোষ খুজে পাওয়া গেলো না। মানুষ স্বাধীন ভাবে জন্ম নিলেও নারীর জন্য প্রতিটি ক্ষন পরাধীন। কাবিননামায় স্বাক্ষর করে আমার আশা আর ভালোবাসার কল্পিত ক্যানভাসের কবর রচনা করি।

আমার অজান্তে মনের ভীতরের ঝড় থেমে গেলো। একজন অচেনা পুরুষকে প্রথম একাকী আমার কাছে দেখার অনূভব যেন পৃথিবীতে আমার দ্বিতীয় জন্মক্ষন। আমার ভীতরে এক নুতন মানুষের জন্ম হলো। আমার প্রত্যাশা ছিলো আমার কল্পিত স্বপ্নের মানুষ আমাকে হৃদয় দিয়ে স্বাগত

জানাবে,আমার নিঃশব্দ মনের কথা মন দিয়ে শুনবে। আমার ভয়কে জয় করে জড়তার আব্রু ধীরে ধরী ভালোবাসার পরশে ছোঁয়ায় পরিনত করবে। আমার অবিশ্বাসের বদ্ধদ্বার বিশ্বাসের দৃঢ়তা দিয়ে আঘাত করবে। শক্তকরে হাতে হাত রাখা শিখাবে। আমাদের জীবনে শুধু আমরা দু’জন, এমন

একটি অবিচ্ছেদ্য জীবন বোধে সৃষ্ট্রি করবে। ভালোবাসার স্বর্গীয় অনুভবে দু’টি জীবনে একাকার হয়ে মিশে যাবে। এমন একটি ধারনা নিয়েই একটি মেয়ে হিসাবে আমার কল্পনার জগতে স্বপ্নের পুরুষকে ভেবেছিলাম।

আমার স্বামী আমাকে নয় আমার বাহ্যিক রুপ-যৌবনকে পচন্দ করেছিলো। অন্যসব মেরুদন্ডী প্রানীর মতই অপ্রতিরোধ্য আদিম চরিত্রের বহিঃপ্রকাশ দেখালো। আমি পাছুঁয়ে সালাম না করায়,এক গ্লাস দুধহাতে স্বামীকে মহাদেব সমতূল্য সম্মান না করার অপরাধে অভিযুক্ত হলাম। আমার

শিক্ষানীতিকে অভিযুক্ত করা হলো।স্বামীর পায়ের নিছে স্ত্রীর বেহেস্ত এই ঐশি বানীর উপর আমাকে সংযুক্ত করা হলো। শত অভিযোগের মাঝেও আমার জীবনের উপর চর-দখলের মতকরে কখনো বুনোহাঁস কখনো বন্যহাতির মত আমার নারীত্বের শশ্য শ্যামল প্রকৃতিকে দুমড়ে মুছড়ে তছনছ

করে দিলো। স্বামীই নারীর একক মালিকানার দাবীদার। বৈবাহীক মন্ত্রের অধিকারে আমার স্বামী আমার মনের মালিক না হয়েও দেহের অবয়বের মালিকানার দাবী প্রতিষ্ঠিত করলো।

আমার পিত্রালয় থেকে প্রাপ্ত যৌতুক হিসাবে পাওয়া সকল উপকরনের হিসাব নিকাশ শুরু হলো। বিবাহের সময়ের ভালোমানুষি চারিত্ররিক বৈশিষ্ট উধাউ হয়ে গেলো। আমাদের উপর দয়া অনুকম্পার সকল দরজা বন্ধ হতে লাগলো। আমার ও পারিবারের বড় বড় দোষত্রুটি তাদের চোখে ধরা

পড়লো। আমার বড় বোনের স্বামীর মর্যদা,বড় ভাইদের সামাজিক স্টেটাস, বাবার পেশা, মামাদের জীবিকা,চাচা জেঠাদের নিম্ন আয়ের জীবিকা সকল ত্রুটি আমার উপর চাপিয়ে দেওয়া হলো। একজন নারী কতটিকু ভার সইতে পারে তার কোন মাপযন্ত্র না থাকায় সকল ভার আমার উপর চাপিয়ে দেওয়া হলো।

স্বামীর মনোরঞ্জন করাই নারীর ধর্ম। ননদ দেবর ভাসূরকে সমিহ করা আমার অঘোষিদ কর্তব্য। শশুর শাশুড়ীর সেবা করা আমার এবাদত। গোবাদী পশু খেকে হাস-মুরগীর পরিচর্যা, কৃষিজ ফসলাদীর হেফাজত সহ সকল কর্ম একজন নারী হিসাবে জন্ম-জন্মান্তরের প্রাপ্য বোঝা আমাকেও বহন

করতে হলো। শত কষ্টের মাঝেও আমাকে সকলের সাথে হাঁসতে হবে।মন খারাপ করা চলবে না। শারীরীক অসুস্থতার সময়ও আমাকে স্বাভাবিক নিয়মেই চলতে হবে। নিদৃষ্ট সময়ে আমাকে সন্তান উপহার দিতে হবে। নিঃসন্তানের হাহাকার পরিবার সহ্য করবে না বলে শাশুড়ী পরিস্কার জানিয়ে দিয়েছে।

পিত্রালয়ে প্রতিটি নারী তার স্বামীর ভালোবাসা আর সাফল্যের গৌরব নিয়ে গর্ভবোধ করতে আনন্দ পায়।আমার স্বামী আমার পিত্রালয়ে যেতে অনিহা প্রকাশ করে।আমার পিতা-মাতাকে সালাম দিতে হয় এই অবনত বদান্যতার ভয়ে সে আমার পিত্রালয়ে আসতে নারাজ। আমি একা একা নাইউর

আসার মাঝে অপমান বোধ সহ্য করতে হয়। ধীরে ধীরে স্বামীর নিকট আমার প্রয়োজন ফুরিয়ে আসতে থাকে। আশেপাশের মেয়েদের সাথে তুলনা করে আমাকে নিম্ন শ্রেনীর ভাবতে তার ভালো লাগে। আমি ক্রমান্বয়ে স্ত্রী হিসাবে আমার ন্যায্য প্রাপ্য খুজতে থাকি।ধীরে ধীরে আমার স্বামী আচরনে কঠোর হতে লাগলো। পরিবারের সকলের সূর একই কন্ঠে একত্রিত হলো। আমার মত মেয়ে তাদের সংসারে উপযুক্ত নয়। প্রতিনিয়ত আমার সাথে নিপিড়ন মূলক আচরন করে আমার জীবনকে বিষিয়ে তুললো।

আমাকে এক বস্ত্রে অলংকার রেখে দিয়ে পিত্রালয়ে পাঠিয়ে দেওয়া হলো।আট মাসের ব্যাবধানে আমার স্বর্নের অলংকার দামী কসমেটিকস, মূল্যবান কাপড় চোপড়ের আবেদন শেষ হয়ে গেলো। আমার বিবাহের দিনের অলংকারের মালিক আমি নই। যেই অলংকার আমার স্বামী পরবে না সেই

অলংকারের মালিক তাকে হতে হবে কেন? আমার রুপ-যৌবন অর্থবিত্তের নিকট মূল্যহীন হয়ে পড়লো। আমার স্বামীর পরিস্কার জবাব আমাকে দিয়ে জীবন চলবে না। সুতরাং আইনি প্রাপ্য বুঝিয়ে দিয়ে দ্রুত আপদ বিদায় করতে হবে। ঘর বাঁধতে নারীর স্বাধীনতা নেই, ঘর ভাংতেও নারীর স্বাধীনতা নেই। তার পর আমার জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে আমি পরিত্যাক্তার খাতায় নাম লিখায়েছি।

আমার নারীত্বের শক্তির জাগরন ঘটানোর দীপ্ত শ্বপথ নিলাম। মোহরানার দাবী পরিত্যাগ করেই আমি আমার স্বামী নামের এক ভোগবাদী চতুস্পদী প্রানীর মোহ পরিত্যাগ করলাম। এক বছরের জীবন থেকে একটি নষ্ট পাতা ছিঁড়ে ফেললাম। বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ আমাকে

স্বপ্নের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। ভালোবাসার আবেদন, লাল মেহেদী হাতে স্বামীর সংসার, দৈহিক আর আত্মিক প্রশান্তির প্রার্থক্য, অসমতল একটি ভারসাম্যের সমতল জীবন,বেকারত্বের নারীর পরাধীনতার এক অভিজ্ঞতা আমার জীবনের সাথে সংযুক্ত হয়ে আমার প্রেরনার অগ্নি মশাল হয়ে

আমার ভিতরের আমিত্বকে জাগিয়ে তুললো। মহিলা হোস্টেল আমার নিবাস। টিউশনি আর বিশ্ববিদ্যালয় আমার সুনিদৃষ্ট কর্মশালা। ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে গেলাম।

অনার্স-মাষ্টর্সে ফাষ্টক্লাস ফাষ্ট হয়েছি। একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মে যোগদান করেছি। গাড়ী পেয়েছি বসবাসের জন্য সরকারী বাসা পেয়েছি। জীবনের মাঝে এক ব্যার্থ জীবন থেকে জীবনী শক্তি জাগিয়ে তুলতে সক্ষম হয়েছি। ভালোবাসার ঘরে একবার প্রত্যাখ্যাত হয়েও অজস্র

মানুষের মাঝে মনুষত্বের মহত্ব নিজ চোখে দেখেছি। পৃথিবীর সকল মানুষ আমার কথিত স্বামীর মত নয়। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়াই। আমার একাগ্রতা আর কর্মনিষ্ঠার স্বীকৃতি স্বরুপ বিশ্ববিদ্যালয় আমাকে ডক্টরেট করার জন্য স্কলারশিপ মঞ্জুর করেছেন। আমি আজ সন্ধা নয়টার

ফ্লাইটে লন্ডন মান্সেস্টার ইউনিভার্সিটিতে হাইড্রোকার্বন কেমিষ্টিতে পি এইস ডি করার জন্য বিমানে উঠেছি। পুরুষেরা মানব সভ্যতা সৃষ্টির দাবীদার, মানুষের ভিতরে মানুষ নির্মানের দাবীদার একজন নারী। নারীত্ব পরাজয়ের নাম নয় সৃষ্টি সুখের উল্লাসের নাম বিজয়ের নাম।পাশের সিটে একজন

ভদ্রলোক আমাকে বসার জন্য বললেন তাকিয়ে দেখলাম লোকটি আমার অর্বিচিন পরিত্যাক্তা স্বামী। তার সাথে আমার কি রকম আচরন করা উচিত। প্রিয় পাঠক আপনারাই বলুন।

এড. মিজানুর রহমানের ফেসবুক আইডি থেকে সংগৃহীত

মতামতের জন্য সম্পাদক দায়ী নন