বাণিজ্য মেলার সময় বাড়লো

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। আগামী রবিবারশেষ হবে মেলা। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভায় মেলার সময় চারদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মেলায় স্টল মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। অতিরিক্ত এ চারদিনের ফিও জমা দিয়েছেন তারা।

এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্য মেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ছিল ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।

বর্ধিত সময় অনুযায়ী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন