বঙ্গবন্ধুর আদর্শই ছাত্রলীগের প্রেরণা : বিমানমন্ত্রী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০১৮ ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে শোক র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা  হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, এম এ মমিন পাটওয়ারী ও আব্দুল মতলব, চন্দ্রগঞ্জ ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির চেষ্টা চালাচ্ছেন সরকার। খুব শীঘ্রই তাদেরকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছেন।বঙ্গবন্ধুর আদর্শই ছাত্রলীগের প্রেরণা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছাত্রলীগের ভূমিকা ছিল লক্ষ্যনীয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন