ফেনীতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি জব্দ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ

 মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি মিশ্রিত ছয় মণ চিংড়ি উদ্ধার করেছেন ফেনীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঞা। এ সময় দুই মাছের আড়ৎকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরতলীর পৌর আড়তে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর মাছের আড়তে বিক্রির উদ্দেশে আনার সময় অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর চিংড়ি বিক্রির অপরাধে বেলাল ফিশিংকে এক লাখ টাকা জরিমানা ও চিটাগং ফিশিংকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়িগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, জেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক মোশারফ হোসেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন