ফিক্সিংয়ের প্রস্তাব দিলে ওয়াসিম ভাইকে খুন করে ফেলতাম: শোয়েব আখতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ

ক্রিকেটে ফিক্সিংয়ের কালো ছায়া পড়েনি, এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তবে অন্ধকার এই জগতে সবচেয়ে বেশি বিচরণ পাকিস্তানি ক্রিকেটারদের। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার এই অনৈতিক বিষয়টি সহ্যই করতে পারতেন না। বরাবরই তিনি ছিলেন ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে।

শোয়েব আখতার তার ক্যারিয়ারে বেশিরভাগ সময় অধিনায়ক হিসেবে পেয়েছেন ওয়াসিম আকরামকে। তার ক্যারিয়ারে পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের বড় অবদান আছে, জানালেন শোয়েব।

তবে যাকে এতটা শ্রদ্ধা করতেন, সেই আকরাম যদি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিতেন? শোয়েব মনে মনে প্রতিজ্ঞা করেই রেখেছিলেন, যদি আকরাম তাকে এমন কিছু করতে বলেন, তবে খুন করে ফেলবেন!

পাকিস্তান ক্রিকেট’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘আমি এটা একদম পরিষ্কারভাবেই বলতে চাই, ওয়াসিম আকরাম যদি আমাকে ফিক্সিংয়ের প্রস্তাব দিতেন, তাহলে আমি তাকে ছুড়ে মারতাম অথবা খুন করতাম। কিন্তু তিনি কখনোই আমাকে এ ধরনের কোনো প্রস্তাব দেননি।’

বরং ওয়াসিম আকরাম তার খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের হয়ে কতটা অবদান রেখেছেন, সেগুলো এখনও আপ্লুত করে শোয়েবকে। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক এই পেসার বলেন, ‘আমি নব্বইয়ের দশকের কিছু ম্যাচ দেখছিলাম এবং আমি হতবাক হয়ে যাচ্ছিলাম এটা দেখে যে আকরাম কীভাবে তার অসাধারণ বোলিং দিয়ে পাকিস্তানকে কঠিন সব পরিস্থিতি থেকে টেনে তুলেছেন।’

নিজের বোলিং ক্যারিয়ারে আকরামের বড় অবদানের কথা স্মরণ করে শোয়েব বলেন, ‘আমি তার (আকরাম) সঙ্গে সাত কিংবা আট বছর খেলেছি। আমি এমন অনেক মুহূর্তের কথা বলতে পারি যখন তিনি নিজের কাঁধে দায়িত্বের ভার তুলে নিয়ে টপাটপ টপ অর্ডারের উইকেট তুলে নিতেন, যাতে আমি পরে সহজেই টেল এন্ডারদের উইকেট পেতে পারি। এমনকি তিনি আমাকে পছন্দের জায়গায় বোলিং করতে দিতেন, আমার চেয়ে তার বেশি উইকেট থাকার পরও।’

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে আর ১৫ টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১৭৮, ২৪৭ এবং ১৯টি উইকেট নিয়েছেন শোয়েব। অন্যদিকে, ১০৪ টেস্টে ৪১৪ এবং ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেটের মালিক ওয়াসিম আকরাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন