প্রধানমন্ত্রীর কনফারেন্সে ছিলেন না লক্ষ্মীপুরের চার এমপি

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ৫:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন। শেষ মুহুর্তে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বক্তব্য শোনেন। এ সময় জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের চার এমপি উপস্থিত ছিলেন না। তারা করোনা সংকটেও এলাকায় নেই।

এদিকে আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন বক্তব্যের একপর্যায়ে বলেন, আমাদের জনপ্রতিনিধি যারা ঢাকায় আছেন, তারা মোবাইলফোনে এলাকার খোঁজ খবর রাখছেন। অন্যদিকে তার এই বক্তব্যের রেশ টেনেই পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব তো ঢাকায় এসে বসে আছে বোধহয়’।

লক্ষ্মীপুরে এখনো পর্যন্ত কোন করোনা আক্রান্ত রোগী নেই জেনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি খুশি হলাম, লক্ষ্মীপুরে কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে সাবধানে থাকতে হবে। সারাবিশ্বে যেভাবে করোনা রোগী বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবার একটা ট্রেন্ড (প্রবণতা) আছে। তাতে আমাদের সময়টা এসে গেছে এপ্রিল মাসটা। এই সময়টা আমাদের খুব সাবধানে থাকতে হবে। লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক। এ দোয়া করি।’

সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগ থেকেই লক্ষ্মীপুরের চার এমপি এলাকাছাড়া। একবারের জন্যও এমপি একেএম শাহজাহান কামাল, আবদুল মান্নান, আনোয়ার হোসেন খান ও কাজী শহীদ ইসলাম পাপুল নির্বাচনী এলাকায় আসেননি। পাপুল এমপি দেশে নেই সেটি নিশ্চিত হলেও কোন দেশে আছেন তা বলা মুশকিল। তবে গত কয়েকদিন তাদের পক্ষে প্রতিনিধিরা শ্রমজীবিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

কনফারেন্সের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ল্যাফটেনেন্ট কর্ণেল জিয়াউর রহমান, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন