পিলখানায় হত্যাকাণ্ডে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৭ ৯:৪২ অপরাহ্ণ

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দেয়া ১৫২ জনের মধ্য থেকে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বাকি ৮ জনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেয়া হয়েছে এবং একজন মারা গেছেন।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অসমাপ্ত রায় পড়া শুরু হয়। শুরুতে রায়ের পর্যবেক্ষণ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। তার পড়া শেষ হলে রায়ের মূল অংশ পড়েন বিচারপতি মো. শওকত হোসেন।

এর আগে রোববার বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের রায় পড়া হয়। এ দিন পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পিলখানা হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে নৃশংসতম ঘটনা। এর মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে একটি শৃংখলিত বাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন হ্ত্যাকাণ্ড।

সোমবার মূল রায়ে হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৩৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন। বাকি ৮ জনের যাবজ্জীবন এবং ৪ জন খালাস পেয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখা হয়েছে। বাকি ১২ জন খালাস পেয়েছেন এবং ২ জন মারা গেছেন।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ২৫৬ জনের মধ্যে ২ জনের ১৩ বছর, ১৮২ জনের ১০ বছর, ৮ জনের সাত বছর, ৪ জনের তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি ২৯ জন খালাস। আর ২৮ জনের বিষয়ে আপিল না হওয়ায় তাদের আগের সাজা বহাল। এছাড়া কারাগারে মারা গেছেন ৩ জন।

খালাস পাওয়া ২৭৮ জনের মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে সাত বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন