পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মে, ২০১৯ ৩:০২ অপরাহ্ণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলায় সরকারবিরোধী সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় ৫ সেনা সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সেনা সূত্র জানায়, আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের কাছে বয়া এলাকায় মহসীন জাবেদ দাওয়ার ও আলি ওয়ারিজের নেতৃত্বে একটি গ্রুপ সেনা চৌকিতে হামলা চালায়।

ওই গ্রুপটির আটক নেতাদের ছেড়ে দিতে সরকারকে চাপে রাখার জন্য তারা ওই হামলা চালিয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

আহতদের উদ্ধার করে মিরান শাহ ও বান্নু সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সেনাবাহিনী আট সহযোগীসহ পাশতুন তাহাফুজ মুভম্যান্ট (পিটিএম) নেতা ওয়াজিরকে গ্রেফতার করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন