টেন্ডার নিয়ন্ত্রণ: লক্ষ্মীপুরে আ.লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মে, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে টেন্ডার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, মারধর ও থানায় পৃথক অভিযোগ করা নিয়ে আওয়ামী লীগের দুই নেতা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে গত দুইদিনে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২৭ মে) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ও রবিবার (২৬ মে) বিকেলে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।


খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের বড় ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে জেলা শ্রমিক লীগের আহবায়ক ও ঠিকাদার মামুনুর রশিদকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিপ্লবের অনুসারি হিসেবে পরিচিত আবদুল মান্নান।


এদিকে দলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে। এনিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


সংবাদ সম্মেলনে মেসার্স মান্নান ট্রেডার্সের স্বত্তাধিকারী ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান জানায়, ইট ও পাথর দেওয়ার কথা বলে শ্রমিক লীগ নেতা মামুন ও আশরাফসহ সহযোগীরা তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছে। টাকা চাইতে গেলে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে বেদনাদায়ক জখম করে। একপর্যায়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।


এরআগে সংবাদ সম্মেলনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও শ্রমিক লীগ নেতা মামুন জানায়, ২২ মে রাতে ‘ঈদ খরচের’ জন্য ১৪-১৫ টি মোটরসাইকেল নিয়ে বিপ্লবের লোকজন তার পৌরসভার সাহাপুর এলাকার বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় লক্ষ্মীপুর শহরে যাওয়ার পথে তার শার্টের কলার ধরে বিপ্লব ও আসামিরা তমিজ মার্কেট এলাকার পিংকি প্লাজার নিচে নিয়ে যায়।

এসময় মাথায় পিস্তল ধরে বিপ্লব ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে তিনি অভিযোগ করেন। টাকা দিতে অপারগতা জানালে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে শরীরে বেদনাদায়ক জখম করা হয়। এ ঘটনায় বিপ্লবসহ ২০ জনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।


অন্যদিকে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল মধ্যম সারির একাধিক নেতা জানিয়েছেন, বিপ্লবের টেন্ডার নিয়ন্ত্রণের জের ধরে উদ্বুদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। এনিয়ে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। তারা যেকোন সময় সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, চাঁদা দাবি ও মারধরের ঘটনায় থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন