নোয়াখালীতে ২৪ ঘণ্টায় সুস্থ ৬১, আক্রান্ত ২৭

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ২:১৯ অপরাহ্ণ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন এবং মারা গেছেন ১ জন।

অপরদিকে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪১ জন, মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের ও সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ১৫১ জনের, ফলাফল পাওয়া গেছে ৯৮ জনের। এ যাবৎ মোট নমুনা পাঠানো হয়েছে ১২ হাজার ৭৮৮ জনের, রিপোর্ট এসেছে ১২ হাজার ৫৩৪ জনের।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ২০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯২৫ জন।

নোয়াখালী সদরে ৭৫৫ জন, বেগমগঞ্জে ৭০০ জন, চাটখিলে ১৪৯ জন, সোনাইমুড়ীতে ১৪০ জন, কবিরহাটে ২৮৮ জন, কোম্পানীগঞ্জে ১৫৭ জন, সেনবাগে ১১৫ জন, হাতিয়ায় ৬৩ জন ও সুবর্ণচরে ১৭৪ জনসহ জেলায় মোট ২ হাজার ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন