নিউজিল্যান্ডে মিরাজের দিকে তাকিয়ে ভেট্টরি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পারেণনি স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি এক বছর।

নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য সে দেশের সরকারের ভ্রমন বিধি কড়াকড়ি অরোপ করায় গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের সময়ে সাকিব,মিরাজদের পাশে থাকতে পারেণনি এই কিউই লিজেন্ডারি।

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে আইসোলেশনের ১৪ দিন কাটিয়ে কুইন্সটাউনে বৃহস্পতিবার থেকে শুরু করেছে অনুশীলন। পৃথিবীর ভূ-স্বর্গে অনুশীলনের প্রথম দিন পেয়েছে মিরাজ,মেহেদীরা ভেট্টরিকে।

এক বছর পর চেনা শিষ্যদের কাছে পেয়ে দারুণ এক অনুভুতি ভেট্টরির-‘ফিরতে পেরে খুবই ভালো লাগছে। বিশেষ করে কুইন্সটাউনে বাংলাদেশ খেলোয়াড়দের সঙ্গে। এক বছর পরে সবাইকে দেখতে পারাটা দারুণ ব্যাপার।ফিরতে পেরে, পরিচিত মুখদের দেখতে পেরে ভালো লাগছে। নেটে স্পিনারদের সঙ্গে কাজ করে দারুণ লাগছে। অনেক লম্বা সময় পর, তাই যেকোন ক্রিকেট, যেকোন আউটডোর অ্যাক্টিভিটি ভালো লাগছে। নিউজিল্যান্ড খুবই ভাগ্যবান যে তারা খেলাধুলা চালিয়ে যেতে পেরেছে এবং বাংলাদেশ সিরিজ হবে কেবল মাত্র সেটিরই ধারাবাহিকতা।’

নিউজিল্যান্ডে পেস বাউন্সি উইকেটে পেসাররা ভাল করে বলে প্রচলিত যে ধারণা বদ্ধমূল, তার সঙ্গে দ্বিমত পোষণ করছেন ভেট্টরি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড স্পিনাররা এ ধারণা ভুল প্রমানিত করেছেন। স্যান্টনার,ইশ সোধিরা দারুণ বল করেছেন।

বাংলাদেশের স্পিনাররা নিউজিল্যান্ড সফরে দারুণ করবে বলে মনে করছেন ভেট্টরি-‘আমার মনে হয় স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিচেল স্যান্টনার, ইশ সোধি অস্ট্রেলিয়া সিরিজে সফল ছিল। এমনকি অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্পিন সাদা বলের ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে দারুণ বোলিং করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পেয়েছেন মিরাজ ৬ উইকেট। টেস্টে সেখানে ২ ইনিংসে ৪টি করে উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে,টি-২০ সিরিজে মিরাজের দিকে তাকিয়ে আছেন ভেট্টরি-‘ বিশেষত মিরাজ, তার অভিজ্ঞতা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দারুণ পারফরম্যান্সের বিচারে সে দলকে অনেক কিছু দিতে পারবে, সঙ্গে মেহেদি এবং নাসুম আছে, তারাও দলে জায়গা করে নিতে পারে এবং দলের পারফরম্যান্সে ভূমিকা রাখতে পারে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন