নিউজিল্যান্ডের কন্ডিশন পেসারদের জন্য কঠিন: মাশরাফি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ মার্চ, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের উইকেটগুলো পেস এবং বাউন্সি হয়ে থাকে। এটাই সবার ধারণা।সে কারণেই নিউজিল্যান্ড সফরে এবার বাংলাদেশ দলে ৭ পেসার ! তবে নিউজিল্যান্ডের উইকেট সম্পর্কে প্রচলিত এই ধারণায় পরিবর্তন দেখছেন মাশরাফি।

নিউজিল্যান্ডে তিনি ফ্লাট উইকেটের প্রত্যাশা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুক্রবার গণমাধ্যমকে এ কথাই বলেছেন মাশরাফি-‘ আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া গেলে সবাই একতরফা কথা বলে যে উইকেট সিমিং কন্ডিশন। কিন্তু আসলে এইগুলা তো আরও ২০ বছর আগে শেষ হয়ে গেছে। এখন তো ওখানে ফ্ল্যাট উইকেট।’

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫টি স্কোরের ৪টিই নিউজিল্যান্ড করেছে তাদের মাটিতে। নিউজিল্যান্ডের মাটিতে বড় বড় স্কোরও চেজ হয়ে যাচ্ছে। সে কারণেই পেস বোলারদের জন্য কাজটা কঠিন হবে বলে মনে করছেন মাশরাফি-‘নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশে ২৫০ রান করা কঠিন হয়, ওইখানে ৩০০-৩৫০ করে আবার চেইজও হয়ে যায়। সো ওইখানে পেসারদের জন্য আরও কঠিন।’

খেলোয়াড়দের উপর অকারণে চাপ তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মাশরাফি-‘ যে অ্যাবিলিটি ওদের আছে, আশা করছি যে ভালো করবে। ইন্ডিভিজুয়াল প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। তাহলে ওরা মন খুলে যদি খেলাটা খেলতে পারে, কোনো চাপ না থাকে, তাহলে অবশ্যই ভালো খেলবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা খেলোয়াড়দের ওপর আননেসেসারি চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, দ্য সিলেক্টরস বলেন, দর্শক বলেন, সো তাদেরকে সাপোর্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি সাপর্ট করলে ওরা ভালো খেলবে ইনশাআল্লাহ।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন