নারীদের কাজ সন্তান জন্মদান, মন্ত্রিত্ব নয়: তালেবান মুখপাত্র

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া। তালেবানের মুখপাত্র এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। তার এমন মন্তব্য এই ধারণাকেই আরও শক্তিশালী করছে যে, ১৯৯০-এর দশকে কঠোর শরিয়া আইনে আফগানিস্তান শাসন করা কট্টর এই ইসলামি গোষ্ঠী এবার যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা।

তালেবান রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে। সেই সরকারে কোনো নারী নেই। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তালেবানের মুখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে এমনটাই বলেছেন। তার এই বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া। তালেবানের মুখপাত্র এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। তার এমন মন্তব্য এই ধারণাকেই আরও শক্তিশালী করছে যে, ১৯৯০-এর দশকে কঠোর শরিয়া আইনে আফগানিস্তান শাসন করা কট্টর এই ইসলামি গোষ্ঠী এবার যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা।

তালেবান রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে। সেই সরকারে কোনো নারী নেই। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তালেবানের মুখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে এমনটাই বলেছেন। তার এই বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

পুরুষ-সর্বস্ব তালেবান সরকার গঠনের প্রতিবাদে বিক্ষোভ করছেন আফগান নারীরা। বিক্ষোভকারী কিছু নারী নতুন সরকারের মন্ত্রিসভায় নারী মন্ত্রী অন্তর্ভূক্ত করার দাবি তোলেন। তবে ওইদিনের বিক্ষোভগুলোও ছত্রভঙ্গ করে দেয় তালেবান। অধিকারের দাবিতে বিক্ষোভরত ওই নারীরা বেধড়ক মারধরেরও শিকার হয়েছেন।

তালেবানের নিষ্ঠুর শাসনের ভয় তৈরি হয়েছে আফগানিস্তানজুড়ে। তালেবানের আগের শাসনামলে নারীদের শিক্ষা ও চাকরির অধিকার ছিল না। তারা পুরুষসঙ্গী ছাড়া একা বাড়ি থেকে বের হতে পারতেন না। তালেবান ক্ষমতায় এসেই জাতীয় ক্রিকেট দলসহ আফগানিস্তানে নারীদের সব খেলায় নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

তালেবানের প্রধান ও সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাও বলেছেন, ‘আমি দেশবাসীকে নিশ্চিত করতে চাই ইসলামিক আইন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে সরকার। ভবিষ্যতে আফগানিস্তানের সব কর্মকাণ্ড পরিচালিত হবে শরিয়া আইনে।’ তার কাছ থেকে এমন বক্তব্য আসার পর নারীদের মধ্যে শঙ্কা আরও বেড়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন