দান ও সদকার মধ্যে প্রার্থক্য কী ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ

প্রশ্ন : দান ও সদকার মধ্যে প্রার্থক্য কী ? বুঝিয়ে বলবেন একটু ?

 

উত্তর : দান হচ্ছে কাউকে আপনি কোনো কিছু দিলেন সেটা। এটা দুই ধরনের হতে পারে। একটা হলো কিছুর বিনিময়ে দান করা আবার বিনিময় ছাড়াও দান হতে পারে। এই দুটোই দান করা। সদকা একটি ব্যাপক অর্থবোধক বিষয়। সদকা হলো এমন কাজ যেটা আপনি আপনার কল্যান বা সমাজের অন্য কারো কল্যান উদ্দেশ্য করে দিয়ে থাকেন সেটা। এটা দানের মাধ্যমে হতে পারে, সুপারিশের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। যে কাজটি ভালো ও কল্যানকর সেটাই সদকা। এই সদকা শুধু অর্থ দেওয়া বা দানের মাধ্যমে করবেন এমন নয়। এটির ব্যাপক অর্থ। আপনি যদি ছোট্ট একটু কথা দিয়েও কাউকে আনন্দ দিতে পারেন তাহলে সেটিও সদকা। সুতরাং সদকা হলো যে কোনো কল্যানকর কাজ। এটা পরিসর ব্যাপক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন