তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়, সহকর্মীদের উদ্দেশে সিদ্দিক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি সম্প্রতি কপালে টিপ পরে প্রতিবাদ করেছিলেন বিনোদন দুনিয়ার মানুষেরা। সেই সব সহকর্মীদের ‘পাগল’ বলে কড়া সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

এর রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় এসেছে নতুন একটি ঘটনা। নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে আসার অপরাধে কমপক্ষে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। এ নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই এ নিয়ে প্রতিবাদ করলেও এখন নীরব ভূমিকায় সেই সব শোবিজ কর্মীরা।

টিপকাণ্ডে যারা প্রতিবাদ করেছিলেন তাদের উদ্দেশে এবার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হিজাব না পরার কারণে জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

বুধবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পিটুনি খেয়ে ছাত্রীরা স্কুল ছেড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তারা তাদের অভিভাবকদের জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েক শ’ অভিভাবক বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওই স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন