ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. আসাদ শিকদার নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৭ অক্টোবর) সকালে এক শোকবার্তায় এ শোক জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

আরও বলা হয়, ডা. আসাদ ছিলেন ৩৩তম বিসিএসের চিকিৎসক। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন