ডাকসুর আজীবন সদস্য হলেন শেখ হাসিনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ মার্চ, ২০১৯ ১০:০৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় শনিবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি। বৈঠকে ডাকসুর কেন্দ্রীয় ২৫ নেতার মধ্যে ২৪ জন এ প্রস্তাবে সম্মতি দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। পরে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রস্তাবটি পাস হয়েছে।

বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্যপদের স্বীকৃতি দেয়া হবে জানা যায়।

প্রস্তাবের বিরোধিতার কারণ হিসেবে নুর বলেন, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। শিক্ষার্থীদের একটি বড় অংশের কাছে এই নির্বাচন বিতর্কিত বলে বিবেচিত হয়েছে। তাই আমি এই প্রস্তাবের বিরোধিতা করেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন