টেস্ট খেলব না, এটা কখনই বলিনি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ মার্চ, ২০২১ ১:০২ অপরাহ্ণ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপের দুটি ম্যাচ খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সে সময় সাকিব আল হাসানকে পাবে না টিম টাইগার্স। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে ছুটি চেয়ে নিয়েছেন তিনি। সঙ্গে এ তারকা জানিয়েছেন, লঙ্কা সফরের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যন্ত থাকবেন। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তবে এবার এ বাঁহাতি একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে জানালেন, বিসিবির কাছে যে চিঠি দিয়েছি তার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কখনই বলিনি টেস্ট খেলব না। শুধু বলেছি বিশ্বকাপ প্রস্তুতির জন্য আপাতত সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকতে চাই।

শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সমালোচকরা বলছেন, সাকিব আর টেস্ট খেলতেই চান না। তবে এ ব্যাপারটি একবারেই ঠিক নয় বলে শনিবার জানিয়েছেন সাকিব নিজেই, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’

বিসিবির কাছে যে চিঠি দিয়েছেন তার ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবী করেছেন সাকিব। এ ব্যাপারে এ তারকা বলেন, ‘আকরাম ভাই (বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান) বার বার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি। আমি পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।’

সাকিবের চোখ আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে। যে কারণে এ তারকা দেশের টেস্ট বাদ দিয়ে খেলতে চাইছেন আইপিএল, ‘এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে। এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখেন, আমি নিজেকে বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি। আমরা বেশ কিছু ক্রিকেটার অনেকদিন ধরে খেলছি। এটা একটা সুযোগ হতে পারে নতুনদের দেখার। আমি বেশ কিছুদিন ধরেই টেস্টের বাইরে ছিলাম। একটা টেস্ট খেলেছিলাম, সেখানে গিয়েই চোটে পড়েছিলাম। যেই সর্বশেষ সাত-আটটা টেস্ট বাংলাদেশ খেলেছে, আমাকে ছাড়াই খেলেছে। আমার মনে হয় যে, খুব একটা ক্ষতি হবে না। বরং দুই-একজন ক্রিকেটার তৈরি হতে পারে। নতুনদের দেখার সুযোগ হতে পারে।’

আপাতত পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। কয়েকদিন আগে সেখানে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন এ তারকা। তবে দ্রুতই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন