জেল থেকে মুক্তি পেয়ে গৃহবন্দী রোনালদিনহো

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ১:০৩ অপরাহ্ণ

পাসপোর্ট জালিয়াতি মামলায় প্যারাগুয়ের জেল থেকে আপাতত মুক্তি পেয়েছেন রোনালদিনহো ও তার ভাই। তবে জেল থেকে মুক্তি পেলেও মামলা থেকে রেহাই মিলেনি। আর তাই তাকে সামনের সময়টা থাকতে হচ্ছে হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী হয়ে।

প্যারাগুয়ের বিচারক গুস্তাভো আমারিল্লা ব্রাজিলিয়ান ফুটবল তারকার মামলায় এই আদেশ দিয়েছেন। মামলা শেষ না হওয়া পর্যন্ত আপাতত তারা আসোনসিয়ান শহরতলীর একটি হোটেলে গৃহবন্দী অবস্থায় থাকবেন।

পাসপোর্ট জালিয়াতির এক মামলায় মাসখানেক ধরেই রোনালদিনহো ও তার ভাই প্যারাগুয়ের জেলে ছিলেন। জাল পাসপোর্ট নিয়ে তারা প্যারাগুয়েতে প্রবেশ করেছিলেন। রোনালদিনহো ও তার ভাইয়ের মুক্তির জন্য আইনজীবীরা ১.৬ মিলিয়ন ডলারের জামিনের আবেদন করেছেন।

বিচারক গুস্তাভো আমারিল্লা তার আদেশে বলেন- ‘হোটেল ম্যানেজারকে আমি নিশ্চয়তা দিয়েছি যে রোনালদিনহো ও তার ভাই নিজ খরচে হোটেলে থাকবে। সেখানে তারা পুরোপুরি গৃহবন্দী অবস্থায় থাকবে।’

দুবারের বিশ্বসেরা ফুটবলারের খেতাব জেতা রোনালদিনহো এবং তার ভাই রবার্তো দি অ্যাসিস মোয়েরা গত ৪ মার্চ ব্রাজিল থেকে প্যারাগুয়ে আসেন জাল পাসপোর্ট নিয়ে।

তারা সুবিধাবঞ্চিত শিশুদের একটি দাতব্য কর্মসূচিতে যোগ দিতে প্যারাগুয়ে গিয়েছিলেন। প্যারাগুয়ে পুলিশ সেই দাতব্য কর্মসূচির আয়োজকদেরও আটক করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন