জিতল নিউজিল্যান্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ

ট্রেন্ট বোল্টের বোলিং তোপে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।

কিউইদের জয়ের পথটা আগেই সহজ করে দেন বোল্ট। একাই শিকার করেন চার উইকেট। তার সঙ্গে বোলিংয়ে তোপ দাগেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। তিন জনে মিলে টাইগারদের ইনিংস গুটিয়ে দেন ১৩১ রানে। ওয়ানডে ম্যাচ যেন রূপ নেয় টি-টোয়েন্টির।

ডানেডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ছন্নছাড়া ব্যাটিংয়ে ৩০ এর ঘরেও কেউ পৌঁছতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম তোলেন ২৩ রান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে লিটন দাস যোগ করেন ১৯।

জয়ের জন্য ১৩২ রানের সহজ লক্ষ্যটা হেনরি নিকোলসের ব্যাটে নিউজিল্যান্ড ছুঁয়ে ফেলে মাত্র দুই উইকেট হারিয়ে। এবং ১৭২ বল হাতে রেখেই। নিকোলস ব্ল্যাক ক্যাপদের জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ৪৯ রানে অপরাজিত থেকে যান। মার্টিন গাপটিল করেন ৩৮ রান।

দুরন্ত এ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৩১/১০, ৪১.৫ ওভার (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ২৩, লিটন ১৯, মেহেদি হাসান ১৪, তামিম ১৩ ও তাসকিন ১০); (বোল্ট ৪/২৭, স্যান্টনার ২/২৩ ও নিশাম ২/২৭)।

নিউজিল্যান্ড: ১৩২/২, ২১.২ ওভার (নিকোলস ৪৯*, গাপটিল ৩৮, কনওয়ে ২৭; তাসকিন ১/২৩, হাসান মাহমুদ ১/৪৯)

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন