জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০১৭ ৬:১৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের প্রথম ধাপ শুরু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আয়োজন করা হয়।

সকালে কৃমিনাশক ট্যবলেট খাইয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র আবু তাহের। ৪-৯ নভেম্বর এ কর্মসূচী চলবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন, পৌরসভা সচিব আলাউদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ইয়াসমিন জাহান মিনু, প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ দাস ও পৌরসভা ইপিআই আবদুল্লাহ হিল হাকীম প্রমুখ।

পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীকে কৃমি নিয়ন্ত্রন ট্যবলেট খাওয়ানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন