চীন থেকে টিকা আসছে ১২ মে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ মে, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ

চীনের উপহারের পাঁচ লাখ টিকা বাংলাদেশে ১২ মে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৫ মে) পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশকে চীন পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।

দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

চীনের কাছ থেকে টিকা কেনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে উৎপাদনকারীদের দাবি।

এর আগে মঙ্গলবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

এদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-৫ টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে। সরকারি নথি অনুসারে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।

স্পুতনিক-৫ টিকাসহ বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা বর্তমানে তিনটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন