চাকরি বাঁচল আবিদালের, নেইমারকে ফেরানোর প্রতিশ্রুতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২০ ২:০২ অপরাহ্ণ

ফুটবলাররা তার অধীনে কঠোর পরিশ্রম করেনি। এ কারণেই চাকরি হারিয়েছেন বার্সার সাবেক কোচ আর্নেস্তো ভালভারদে। এমন মন্তব্য করে লিওনেল মেসির পাল্টা তোপ হজম করেছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল।

আবিদালের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন আর্জেন্টাইন সুপারস্টার। এর পরপরই সাবেক এ ফরাসি ডিফেন্ডারের সঙ্গে জরুরি বৈঠকে বসে বার্সা কর্তৃপক্ষ। দুই ঘণ্টার বৈঠকেই সিদ্ধান্ত হয় ন্যু ক্যাম্পের চাকরিতে বহাল থাকছেন ৪০ বছরের এ কর্মকর্তা।

বার্সার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বৈঠকে সন্তুষ্ট করতে পেরেছেন আবিদাল। কিন্তু তার প্রতি ক্ষেপে আছেন ষষ্ঠবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। বার্সার এ প্রাণভোমরাকে কী শান্ত করতে পেরেছেন? এখনো হয়তো সেটা করতে পারেননি। তবে একটা পথ ঠিকই খুঁজে পেয়েছেন আবিদাল। মেগাস্টার মেসির রাগ ভাঙাতে বন্ধু নেইমারকে প্যারিস থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন