চন্দ্রগঞ্জে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশের উপস্থিতিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেল ও শাহিন হোটেলকে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রমিক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রি করা হয়। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় শাহিন হোটেলের মালিককেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। কিন্তু প্রতিষ্ঠানগুলোর খাবার তৈরির স্থান অস্বাস্থ্যকর। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন