চন্দ্রগঞ্জে কেনাকাটায় দূরত্ব বজায় রাখতে গোলবৃত্ত দিল ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কেনাকাটায় দূরত্ব বজায় রাখতে গোলবৃত্ত দেয়া হয়েছে।


শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে এসব বৃত্ত দেয়া হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।


ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর নেতৃত্বে বৃত্তগুলো দিয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এম মাসুদুর রহমান, থানা ছাত্রলীগের সদস্য শাহ্ পরান শাকিল, এম সজিব, আব্দুর রহমান ও কাউছার আহম্মেদসহ আরো অনেকে।


জানতে চাইলে কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, সরকারের নির্দেশনা মেনে বাজারের দোকানগুলো বন্দ রেখেছে ব্যবসায়ীরা। তবে নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে যেন মানুষ ভীড় না করে সেজন্য দূরত্ব বাজায় রাখতে বৃত্তগুলো দেয়া হয়েছে। এসময় দোকানের বিক্রেতা ও ক্রেতাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক দিকনির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন