চতুর্থ টেস্টেও নেগেটিভ তামিম-মুশফিকরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ১:১৭ অপরাহ্ণ

আগামী ২০ মার্চ নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে শর্ত ছিল চারবার করোনা টেস্টেই নেগেটিভ রিপোর্ট আসতে হবে সফরকারীদের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে সোমবার। শেষ টেস্টেও সুখবর পেয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিড়িয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এরআগে এরআগে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তার আগেই করোনা পরীক্ষা করানো হয়েছিল ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে পৌঁছেই দেশটির সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কঠোর কোয়ারেন্টিন পালন করে দলের সবাই। এরমধ্যেই তিনবার করোনা টেস্ট দেন তামিম-মুশফিকরা। দ্রুত সময়ের মধ্যে পান সুখবর। তারপরও শঙ্কা ছিল চতুর্থ টেস্টের ফল কি আসে। শেষ পর্যন্ত সে টেস্টেও উতরে গেলেন তারা। তাই ১০ মার্চ থেকে পুরো জাতীয় দলের বহর মুক্ত বিহঙ্গ।

আপাতত ক্রাইস্টচার্চে রয়েছেন তামিম ইকবালরা। সবাই সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘পুরো বহরের সবাই নেগেটিভ। তাই আর কোন সমস্যা নেই। মাত্র ২৪ ঘন্টা পর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পুরো দল একসঙ্গে চলাফেরা করতে পারবে।’

চতুর্থ টেস্টে নেগেটিভ আসায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় টাইগাররা যাবে কুইন্সটাউন। এ ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সবাই সুস্থ আছে। আমাদের চতুর্থ কোভিড-১৯ টেস্ট হয়ে গেছে গতকাল। সেটায়ও সবাই নেগেটিভ। আর কোন সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশ্যে যাত্রা করব।’

জালাল আরও জানান, ‘ক্রাইস্টচার্চ থেকে বিমানে ৫০ মিনিটের পথ কুইন্সটাউন। তারা স্থানীয় সময় বিকেল ৩টায় ক্রাইস্টচার্চের এই হোটেল ছেড়ে অন্য একটি হোটেলে ২ ঘন্টার জন্য অবস্থান করবেন। লবিতে মালপত্র রেখে সবাই হোটেল রুমে অবস্থান করবেন। সেখান থেকে সরাসরি বিমানবন্দর চলে যাবে জাতীয় দলের বহর।’

কুইন্সটাউনে পৌঁছানোর পর ৫ দিন অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। এরপরই মূল লড়াইয়ে কিউইদের বিপক্ষে নামবে টিম টাইগার্স।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন