ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ৪ জন!

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ

রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই  চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। নানা ধরণের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেও এই সংখ্যা কমানো যাচ্ছে না। সরকারি হিসাব বলছে, প্রতি ঘণ্টায় গড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ৪ জন। হঠাৎ বেপরোয়া হয়ে উঠা এই ডেঙ্গু আক্রান্তের সঠিক কারণ বলতে পারছেন না বিশেষজ্ঞরা।

সরকারি হিসাব অনুসারে, গত পাঁচ বছরের মধ্যে এবার ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। চলতি মাসের রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ২ হাজার ৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। যা গড়ে প্রতি ঘন্টায় ৪ জন করে। আবার গত মাসে (আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে রেকর্ড ১ হাজার ৬৬৬ জন, মারা গেছে ৪ জন। এক মাস যেতে না যেতেই সেই সংখ্যা অতিক্রম করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আব্দুর রহিম বার্তা২৪.কমকে বলেন, ‘এ মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে রোববার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬২ জন। শুধু আজই (রোববার) হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন। যার মধ্যে  সর্বোচ্চ সেন্টাল হাসপাতালে ১২ জন আর মিটফোর্ডে ৫ জন। পুরো মৌসুমে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে এই সেন্টাল হাসপাতালেই, প্রায় ৭০০ জন। সব মিলে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১২ জন।’

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিবেদন বলছে, এবারই দেশে সর্বোচ্চসংখ্যক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ এবং তা পর্যায়ক্রমে বাড়ছেই। এর আগে এক মাসে সর্বোচ্চসংখ্যক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, ১ হাজার ৫৪৪ জন। এবার আগস্টেই এই সংখ্যা ১ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। আর চলতি মাসের শেষে এই সংখ্যা অনেক বাড়বে বলে আশংকা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হঠাৎ বৃদ্ধি পাওয়া এ রোগ সম্পর্কে জানতে চাইলে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা বার্তা২৪.কমকে বলেন, ‘সাধারণভাবে বলতে গেলে এই রোগের ধরণটা এমন যে, এটা জুন মাস থেকে বাড়তে শুরু করে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বাড়ে। তারপর আবার কমতে শুরু করে। তবে এবারের মাত্রাটা একটু বেশি। আর এর সঠিক কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে, এ বছরে চিকুনগুনিয়ায় কম আক্রান্ত হওয়ায় ডেঙ্গুটা বেশি দেখা দিয়েছে।’

অধ্যাপক সাবরিনা বলেন, ‘এখানে আরেকটি বিষয় আছে, একবার ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আরও ৩ বার হওয়ার সম্ভাবনা থাকে। এমনও হতে পারে কারো এক বার হয়েছে, সেটার ধারাবাহিকতায় এখন আবার হচ্ছে। তাই বলব, জ্বর হলে বাসায় বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।’

অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রোগ্রাম ম্যানেজার ডা: আখতারুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা নিয়মিত ভাবে জরিপ করে যাচ্ছি। ঢাকা শহরের প্রায় ১০০টি জায়গায় জরিপ করেছি। কোন ওয়ার্ডে কী হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনকে জানাচ্ছি। রোগ যে কারো হতে পারে, তবে আমরা সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চাই, যাতে কোন মানুষ মারা না যায় ‘

সার্বিক বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই মশার উপদ্রব থেকে রাজধানীর বাসিন্দাদের রক্ষায় মশা নিধন কর্মসূচি নিয়মিত চলছে। উদ্দেশ্য ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধ করার পাশাপাশি মানুষকে স্বস্তিতে রাখা।

কিন্তু ডেঙ্গুর প্রকোপ দেখে সাধারণ মানুষ বলছেন, সিটি করপোরেশনের এ উদ্যোগ রাজধানীবাসীর তেমন একটা কাজে আসছে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন