গেইল-ম্যাককালাম-মাশরাফিতে রংপুরের স্বপ্ন

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৭ ১১:৫৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লস, ক্রিস লিথ, কুশল পেরেরা, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান। এই স্কোয়াড নিয়ে টি-টোয়েন্টি ম্যাচে কত রান করতে চাইবেন আপনি? নিশ্চিত থাকুন, গেইল ও ম্যাককালাম জ্বলে উঠলে আপনার কোনো অনুমানই সঠিক হবে না। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডারটা কিছুটা এমনই। দেশের সর্ব উত্তরের দলটির হয়ে ব্যাট হাতে ব্যাটিংয়ের উদ্বোধন করবেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের অধিকারী ক্রিস গেইল ও দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ব্রেন্ডন ম্যাককালাম।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ সেরা পাঁচটি ব্যাটিং ইনিংসের সেরা চার ব্যাটসম্যানই রয়েছেন রংপুরে। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে ১৭৫ রান করেন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এরপর ১৬১ রান করে তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস লিথ। এ বছরের আগস্টে নর্দামটনশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে ৭৩ বলে ১৬১ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ম্যাককালাম। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে তিনি করেন অপরাজিত ১৫৮ রান। ২০১৫ সালে ডার্বিশায়ারের বিপক্ষে আবার ১৫৮ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা (১৬২)।

বল হাতেও কম যাচ্ছে না দলটি। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও এবাদত হোসেন। রংপুর রাইডার্সের স্কোয়াডে এই তিনজনকেই নিয়মিত দেখা যাবে। এ ছাড়া আবদুর রাজ্জাক-সোহাগ গাজী ও ইলিয়াস সানিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন মাশরাফি। এ ছাড়া বোলার হিসেবে লাসিথ মালিঙ্গা, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, ডেভিড উইলিদেরও দেখা যাবে রংপুরে।

ব্যাটে বলে দারুণ ভারসাম্যপূর্ণ এক দল গড়েছে রংপুর রাইডার্স। একটি মাত্র জায়গাতেই রংপুরকে খানিকটা দুর্বল মনে হচ্ছে। সেটা হলো দেশি ব্যাটসম্যান খুব একটা টানতে পারেননি মাশরাফিরা। বর্তমান বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটার খুব বেশি নেই দলটিতে। আর এবারের আসরে এটাই ভোগাতে পারে রংপুরকে।

দারুণ কয়েকজন অলরাউন্ডার রয়েছে এবারের রংপুর রাইডার্স স্কোয়াডে। রবি বোপারা, ডেভিড উইলি, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, সামিউল্লাহ শেনওয়ারি টি-টোয়েন্টি ক্রিকেটে স্বনামে খ্যাত।

তারকাসমৃদ্ধ দলটি এবার শিরোপা জিততে মরিয়া। ২০১৫ সালে সেমিফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। সেবার প্লে অফে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে এলিমিটের পর্বে উঠেছিল দলটি। তবে বরিশাল বুলসের কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়। গত আসরে ভালো কিছু করতে পারেনি দলটি। তবে এবার মাশরাফির নেতৃত্বে শিরোপার স্বাদ চায় রাইডার্সরা। আর বিপিএলে মাশরাফির সাফল্য দারুণ। চার আসরের মধ্যে তিনবারই অধিনায়ক হিসেবে শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে পারবেন তো ম্যাশ?

রংপুর রাইডার্স : 
স্থানীয় : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি : রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন