গাছগুলোর কি অপরাধ ?

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মেসী ব্যবসায়ী বিপ্লব চন্দ্র সাহার করইসহ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) দুপুরে এ ঘটনায় বিপ্লব থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিপ্লব উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ সাহাপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় বাজারের ব্যবসায়ী।

থানা পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, ৪ বছর আগে প্রায় ৩২ শতাংশ জমিতে বিপ্লব বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ রোপন করেন। শুক্রবার (১ জুলাই) গভীর রাতে কে বা কারা দেড় শতাধিক গাছ কেটে ফেলে। ছোট-মাঝারি আকারে এ গাছগুলোর বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

বিপ্লব চন্দ্র সাহা বলেন, আমার সঙ্গে কারো শক্রতা নেই। রাতের অন্ধকারে কে বা কারা আমার গাছগুলো কেটে ফেলেছে। গাছগুলোর কি অপরাধ ছিল? জড়িতদের দ্রুত শনাক্তে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, গাছ কাটার অভিযোগটি পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এসময় ভূক্তভোগীসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন