খালেদা জিয়ার লাখ টাকা অনুদান দরিদ্রদের জন্য

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ১০:০২ অপরাহ্ণ
BNP Chairperson Khaleda Zia

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান ছুটিতে শ্রমজীবী-কর্মহীন মানুষের জন্য গঠিত সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ‘খাদ্য ফান্ডে’ এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা তুলে দেন।

এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে সিলেট সিটি করপোরেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

সিসিক মেয়র বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছুটির কারণে নিম্নআয়ের শ্রমজীবী কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নিম্নআয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে গঠিত খাদ্য ফান্ডে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক-নির্দেশনা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র। স্বাস্থবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণের ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরেক উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক সিসিকের খাদ্য ফান্ডে এক লাখ টাকার অনুদান দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন