কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিকেটের সুদিন চলছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

তবে প্রতিপক্ষদের শক্তির কথা না ভেবে নিজেদের শক্তি এবং দুর্বলতার দিকে তাকিয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজে অবতীর্ন হওয়াটাই হবে শ্রেয় ।

এমনটাই জানিয়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ-‘নিউজিল্যান্ড দল খুব ভাল ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারাল। ওই জিনসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভাল হবে। আমি মনে করি যে আমাদের ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে ইনশাল্লাহ আমরা ভাল করব।’

নিউজিল্যােন্ডের কন্ডিশনে পারফর্ম করা সহজ হবে না, তা ধরে নিয়ে দলগত পারফরমেন্সে জোর দিতে চান মাহমুদউল্লাহ-‘নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই।’

কোয়ারেন্টিনের প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। এই অনুশীলনের পুরোটা সময় কাজে লাগাচ্ছে ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ-‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলন করতে পারছি, উইকেটগুলোও খুব ভালো। যে দুই ঘন্টা আমরা সময় পাচ্ছি পুরোটা সময় কাজে লাগানোর চেষ্টা করছি। উপভোগ করছি।’

১৪ দিন পেরুলে মুক্তভাবে ঘোরা-ফেরার অনুমতি মিলবে। জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে মুক্তভাবে চলাফেরা করতে পারবে ক্রিকেট দল। অপেক্ষা মাত্র ১ দিন। তার আগে দিতে হবে আর একবার কোভিড-১৯ পরীক্ষা।সেই পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ-‘আর একটা দিন কোয়ারেন্টিনের আছে। দোয়া করছি যেন সবার ফল নেগেটিভ আসা তাহলে সবাই বাইরে যেতে পারব।’

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন