কুমিল্লায় কিস্তির টাকা জোগাড় না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ

কুমিল্লা সদর উপজেলায় এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি দিতে না পেরে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আসমা বেগম ওই উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রামের রিকশাচালক স্বপন মিয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

আসমা বেগমের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, রিকশা চালিয়ে পাঁচজনের পরিবারের খরচ চালানো তার বাবার পক্ষে কষ্টসাধ্য। এ কারণে তার মা প্রত্যয়, আশা ও ব্রাক এনজিও থেকে ঋণ নিয়েছেন। সেই ঋণের কিস্তি হিসেবে প্রতি সোমবার ২৫০০ টাকা করে দিতে হয়। সে অনুযায়ী এই সোমবারও কিস্তি দেয়ার কথা ছিল। কিন্তু রোববার পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। এ কারণে হতাশায় তার মা বাড়ির রান্নাঘরে ফাঁস দিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন