কলির লিলা দেখে মরি বাপরে বাপ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মে, ২০২০ ১১:০৪ অপরাহ্ণ

ইঁদুর দেখে বিড়াল ভাগে শিয়ালের ডাকে বাঘের কাঁপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

রীতিনীতি উল্টে গেছে, সু-গন্ধ নেই আগর গাছে, ভাগ্যে যদি থাকে মায়া- রাজনীতির ছত্রছায়া- হাইব্রিড এর বংশ ফাঁকা, বিদেশে এসে দেখছে টাকা, পোষা বংশের উত্তরসূরী, সে পেয়েছে মাতব্বরী, বুঝে না রীতিনীতি সমাজ, কথা কইতে মারে লাফ- রাজার দেশে রাজ প্রলাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

আধুনিক কলির কাল ডিজিটাল বাহন, ভিক্ষা মাঙ্গে ঝাড়ু মারে নির্বাচিত জন নেতাগন, গুরু শিষ্য ভেদাভেদ নেই উঁচু নীচুর একই মাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

মানব জাতীয় উন্নয়ন, ব্যাক্তি স্বার্থে ফরমালিন, ছাত্র শিক্ষক প্রশাসন ও সমাজকর্মী নেতা, ছাড়া নয় মিডিয়া কর্ম কর্তা, লজ্জা শরম নিলো আধুনিক নেট-অ্যাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

অসহায় সময়, সুযোগ সন্ধানী, গাংগে নয়া পানি, মসজিদ মন্দির গীর্জায় মারামারি, বাপের আগে পুত বিচারী, নামের ওরপে নওয়াব চৌধুরী, সেল্ফি মারে পিছে বাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

নামাজ রোজার ধার ধারে না, কথায় কথায় ফতোয়াটানা, বুঝবে কি মুফতী মৌলানা, জ্ঞানী লোকের উঠে তাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

অহংকার ষোল আনা, মনে মনে আমিরানা, কাজ করিতে মন বসে না, প্রতারণার বড় বাপ, কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

স্বার্থের গন্ধ যদি থাকে বানর যেমন গাছে চড়ে, কারে মারে কারে ধরে, কোকিল ছানা মাতাল প্রলাপ কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

বুঝে না নিজের ভুল, করে শুধু গন্ডগোল, তাইতো ধরাধামে দিয়েছেন ‘গজব” আপে পাক রব্বোল, নুহ নবী(আঃ)এর জীবন পাপের কারণ মহা জল প্লাবন কালাম শরীপে বর্ণন, ঊনিশ ছিল শঙ্কা আহাজারী- বিংশে আতঙ্ক মহামারী- উহান প্রবেশদ্বার, একুশ দুর্ভিক্ষ আছে দুনিয়া হাঁ-হাঁ-কার, পরদেশী ভেবে বলে ও’হে মানুষ জাত তওবা করো নিকটে মাউলার, সময় থাকতে নির্ণয় কর মাখলোকাতের মাপ। কলির লিলা দেখে মরি বাপরে বাপ।

অতিথি লেখক :মোহাম্মদ মুক্তার মিয়া

আরব আমিরাত প্রবাসীভ।

Sylhet3223@gmail.com

মতামতের জন্য সম্পাদক দায়ী নন