করোনায় মারা গেলেন ডা. শামসুজ্জামান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান।

গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খান তুষারের করোনা শনাক্ত হয়। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারে ১০ এপ্রিল তাকে ভর্তি করা হয়। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন