করোনা:নিজেদের উদ্যোগে গ্রাম লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ

ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সশস্ত্র বা‌হিনী, পু‌লিশ সদস্যরা সাধারণ মানুষ‌দের ঘ‌রে ফেরা‌তে যেখা‌নে হিম‌শিম খা‌চ্ছেন, তখন দে‌শের বি‌ভিন্ন গ্রাম লকডাউ‌নে এগি‌য়ে আস‌ছেন স্থানীয় তরুণরা। বি‌ভিন্ন গ্রামের তরুণেরা রাস্তা বন্ধ করে টাঙিয়ে দিচ্ছে হাতে লেখা নোটিশ। অনুরোধ করা হচ্ছে অপ্রয়োজনে যেন অন্যগ্রামের লোকজন তা‌দের গ্রামে না আসেন। একইভাবে গ্রামের লোকজনকে জানানো হচ্ছে যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হন।

চট্টগ্রামের দক্ষিণপ্রান্তে ডলুনদীর তীরবর্তী ডলুকূল গ্রাম সম্প্র‌তি কিশোর-তরুণরা লকডাউন করে দিয়েছে। গ্রা‌মের প্র‌বেশমু‌খে বাঁশ দি‌য়ে প্র‌তি‌রোধ তৈ‌রি করা হ‌য়ে‌ছে। এ ছ‌বি সামা‌জিক যোগাযোগমাধ‌্যমে প্রচার করা হয়েছে। 

‌সি‌লে‌টের বিয়ানীবাজার উপ‌জেলার কালাইউরা গ্রামও লকডাউন করার জন্য প্রচারণা শুরু ক‌রে‌ছেন স্থানীয় তরুন লা‌য়েক হোসাইন।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রাম লকডাউন করা হয়েছে। গ্রামের প্রতিটা প্রবেশদ্বারে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে কাজ করে যাচ্ছে অনির্বাণ লাইব্রেরির সেচ্ছাসেবকরা। চলাচল নিয়ন্ত্রণ, জীবাণুনাশক স্প্রের পাশাপাশি চলছে সচেতনতামূলক কার্যক্রম। 

এছাড়াও ‌দে‌শের বি‌ভিন্ন অঞ্চল থে‌কে তরুণ‌দের উ‌দ্যো‌গে গ্রাম লকডাউন ক‌রে দেওয়ার তথ্য আস‌ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন