কমলনগরে প্রার্থীরা সরব, আলোচনার মধ্যে উত্তাপ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

কমলনগর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম জমে উঠেছে নির্বাচনী হাওয়া। যদিও এখনো তফসিল ঘোষণা হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা, অলিগলি, চা দোকান, ধর্মীয় প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে।

ভোটারদেরও সরব আলোচনা বি়ভিন্ন প্রার্থীর রাজনৈতিক সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক উৎস সর্বপরি জনসাধারণের মাঝে গ্রহণযোগ্যতা আলোচনা- সমালোচনা চলছে।

এদিকে ২০০৬ সালে নিকার বৈঠকে লক্ষ্মীপুরের বৃহত্তর রামগতি উপজেলা থেকে বিভাজন করে কমলনগর নামক নতুন উপজেলা গঠন করা হয়েছে। ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় ইতোমধ্যে তিনটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের তিনজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবারে জাসদ (জেএসডি)র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবুল বারাকাত দুলাল, দ্বিতীয় বার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সামছুল ইসলাম আর বর্তমানে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অঞ্চল ভিত্তিক সম্ভাব্য প্রার্থীর আলোচনা ও প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। দেশের প্রধান বিরোধীদল জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় স্থানীয় সরকার কাঠামোর উপজেলা পরিষদ নির্বাচনে দলটির অংশ নেয়া অনেকটা অনিশ্চিত ভেবে সরকার দলীয় নেতারা ভোটারদের মাঝে নিজেদের ভোট ব্যাঙ্ক সৃষ্টিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন, নিজেদের বলয় গড়তে অনুসারী তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন। ইতোমধ্যে উপকূলের হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন দান অনুদান প্রদানসহ জনগণের সুখে দুঃখে পাশে থাকার আগাম প্রতিশ্রুতি দিচ্ছেন।

কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক পাটারির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ্যডভোকেট নুরুল আমিন রাজু, উপজেলা আওয়ামী লীগ সদস্য ব্যবসায়ী মোহাম্মদ বাবুল মিয়া, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন,আওয়ামী লীগ নেতা আবদুর রহমান দিদার, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন।

কয়েকদিন ধরে সম্ভাব্য প্রার্থীরা উপজেলার হাজির হাট, লরেঞ্চ, করইতলা, তোরাবগঞ্জ, মুন্সির হাট, মতির হাট, চৌধুরী বাজার, চরবসু ফজু মিয়ার হাট, করুনানগর বাজার একাধিক প্রার্থী মাঠে নেমেছেন।

 

নির্বাচনী উত্তাপ প্রচার- প্রচারণা গণসংযোগ সম্পর্কে জানতে চাইলে চর লরেঞ্চ গ্রামের বেলাল হোসেন জানান,নির্বাচনী আমেজ পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীরা জনগণের দোরগোড়ায় পৌঁছার চেষ্টা করছেন।আমরা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে নির্লোভ নিরহংকার মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দাঙ্গামুক্ত দখলবাজমুক্ত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ নিষ্কুল নেতাকে নির্বাচিত করবো।

গণসংযোগ সম্পর্কে আরেক ভোটার তোরাবগঞ্জ গ্রামের আজাদ উদ্দিন জানান, আমরা পরিবর্তন চাই যিনি সকল বিতর্কের উর্ধ্বে উঠে এলাকার উন্নতি ঘটাতে পারেন তাকে আমরা জয়যুক্ত করবো।

উপজেলা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা জানান, দলীয় প্রতীক না দিলেও সংগঠন থেকে একজনকে নির্ধারিত করা হতে পারে। সেক্ষেত্রে আমরা সংগঠনের নির্ধারিত মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করবো।।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন