এসিড নিক্ষেপ মামলায় একজনের ১২ বছরের কারাদণ্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৭ ৯:৫৯ অপরাহ্ণ

পাবনায় এসিড নিক্ষেপ মামলায় আয়তাল হোসেন (৩৮) ওরফে আয়নাল নামে একজনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার একটি আদালত।
একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক শরনিম আকতার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আয়নাল হোসেন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আইনুল হকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২২ নভেম্বর আয়নাল তার প্রতিবেশী আজিমুদ্দিনের মেয়ে নাসিমা খাতুন ওরফে নাসরিনের (৩০) শরীরে এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় নাসরিনের মা জাহেদা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় আয়নালকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আবদুস সামাদ কিরণ ও তৌফিক ইমাম খান। সরকারি পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আ. জাহিদ রানা।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন