একটি আলোর কণা থেকে লক্ষ প্রদীপ জ্বলে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ

রুবেল হোসেন : ‘একটি আলোর কণা থেকে লক্ষ প্রদীপ জ্বলে একটি শিশু শিক্ষা পেলে বিশ্বজগৎ মেলে’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে ইনসাফ স্কুল এন্ড কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শহরের আবিরনগর ‘ইনসাফ স্কুল এন্ড কলেজের’ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর শহীদ, ইসমাইল হোসেন,সাবেক সেনাসদস্য মো.শাহজাহান,গ্রাম-সরকার নজরুল ইসলাম ভুলু ও আবিরনগর বায়তুল শরীফ জামে-মসজিদের খতিব মো.বেলালসহ প্রমুখ।

ইনসাফ স্কুল এন্ড কলেজের সভাপতি মো.আনোয়ার হোসেন পাটাওয়ারী (লিটন) তাঁর বক্তব্য বলেন ‘একটি শিশু গড়তে হলে করতে হবে যত্ন, একটি শিশু উঠলে বেড়ে হবে দেশের রত্ন ‘তিনি আরো বলেন যেসব শিক্ষার্থীরা আর্থিক সচলতা ও মেধার কারণে জরে পড়ে সেসব শিক্ষার্থীরা কখনওই দেশের বোজা হতে পারেনা।
সবসময় ওইসব শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে গুরুত্ব দিয়ে আসছি। আমরা সফলতার ৬ষ্ঠ বছর পেরিয়ে ৭ম বছরে পদার্পণ করেছি আপনাদের সকলের সহযোগীতাই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন