ঈদে বাংলা টিভিতে থাকছে ৭ দিনব্যাপী ধামাকা আয়োজন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ৭ দিনের বিশেষ আয়োজন করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। বর্ণিল এই আয়োজনে থাকছে ঈদের ৭ দিনে ৭টি নতুন সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ ১৪টি বাংলা সিনেমা। বাংলাদেশে এই প্রথম কোন স্যাটেলাইট টেলিভিশনে এক সাথে ঈদে ৭ টি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানায় চ্যানেল কর্তৃপক্ষ এই আয়োজনে স্পনসর হিসেবে আছে প্রাণ চানাচুর। এ ছাড়া থাকছে জনপ্রিয় তারকাদের সাথে ঈদ আড্ডা, আরও থাকছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ও ৭টি একক নাটক।

 

ঈদ উপলক্ষে ৭টি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার:

সুপার হিরো: ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলি অভিনীত সিনেমা ‘সুপার হিরো’, পরিচালনায় আশিকুর রহমান।

ক্যাপ্টেন খান: ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে শাকিব খান বুবলি অভিনীত সিনেমা ‘ক্যাপ্টেন খান’, পরিচালনায় ওয়াজেদ আলী সুমন।

 

চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া: ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলি অভিনীত সিনেমা ‘চিটাগাইংগ্যা পোয়া,নোয়াখাইল্লা মাইয়া, পরিচালনায় উত্তম আকাশ।

 

আমি তোমার হতে চাই: ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে বাপ্পি সাহা ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘আমি তোমার হতে চাই’ পরিচালক অনন্য মামুন।

 

মনে রেখো: ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে বনি সেনগুপ্ত ও মাহিয়া মাহী অভিনীত সিনেমা ‘মনে রেখো’ পরিচালক ওয়াজেদ আলী সুমন।

 

রংবাজ: ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলি অভিনীত সিনেমা ‘রংবাজ’, পরিচালনায় আব্দুল মান্নান।

 

অহংকার: ঈদের সপ্তম দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলি অভিনীত সিনেমা ‘অহংকার’, পরিচালনায় শাহাদাত হোসেন লিটন।

প্রাণ চানাচুর নিবেদিত সিনেমাগুলোর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন, দুপুর ২টা ও রাত ১০টা ৩০মিনিটে ।সিনেমাগুলোর কনটেন্ট পার্টনার সিনেমাটিক।

 

এ ছাড়া ঈদের ৭ দিন সকাল ১০ টা থেকে পর্যায়ক্রমে দেখা যাবে জনপ্রিয় বাংলা সিনেমা সবার উপরে তুমি, আমার প্রাণের প্রিয়া, চাচ্চু, বন্ধু যখন শক্র, দাদীমা, প্রাণের মানুষ, সন্তান আমার অহংকার।

 

ঈদের সাত দিন আরও থাকছে সাত পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক:  বিয়াই সাব, রচনা ও চিত্রনাট্য: রাজিব মণি দাস, পরিচালনায় মীর সাখাওয়াত ও জাদু ফরিদ।অভিনয়ে: আ খ ম হাসান, তানহা তাসনিয়া, রাশেদ মামুন অপু, দোলন দে, ফারজানা ছবি, তারিক স্বপন, আফরোজা হোসেন, নিথর মাহমুদসহ অন্যরা। নাটকটি দেখতে পারবেন ঈদের দিন থেকে টানা ৭ দিন সন্ধ্যা ৭টায়।

 

ঈদের দিন থেকে টানা ৭ দিন থাকছে বাংলাদেশের জনপ্রিয় সব তারকাদের নিয়ে ঈদ আড্ডা “তারার ঈদ” প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তারার আড্ডায় থাকবেন মাহিয়া মাহি, বুবলী, অপু বিশ্বাসসহ অন্যান্য জনপ্রিয় তারকারা।অনুষ্ঠানটি প্রচারিত হবে গিগাবাইটের সৌজন্যে।

৭টি বিশেষ একক  নাটক থাকছে ঈদের দিন থেকে টানা ৭ দিন রাত ৮টা ৩০ মিনিটে।

 

নুর ইমরান মিঠুর পরিচালনায় ড্রামা নাটক ‘এক অলৌকিক বিকাল’অভিনয়ে নাবিল ফেরদৌস হাসান, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ।

ভিকি জাহিদের পরিচালনায় মিষ্টি ড্রামা নাটক ‘প্রায়শ্চিত্’ অভিনয়ে আফরান নিশো, ফারুক আহমেদ।

 

ইমরুল রাফাতের পরিচালনায় ড্রামা নাটক ‘ফ্রি লান্সার’ অভিনয়ে মেহেজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস, শামীমা নাজনীন।

আশিকুর রহমানের পরিচালনায় ড্রামা নাটক ‘সাদা প্রাইভেট’ অভিনয়ে তারিক এনাম খান, ফারহানা মিতু, জিয়াউল হক পলাশ,ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক।

 

শিহাব শাহিনের পরিচালনায় রোমান্টিক নাটক ‘হাফ চান্স’ অভিনয়ে নাবিল ফেরদৌস হাসান, সারিকা সাবাহ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় মিষ্টি নাটক ‘সুরভী’ অভিনয়ে নাবিল ফেরদৌস হাসান, সারিকা সাবাহ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এ্যাকশন ও অ্যাডভেঞ্চার নাটক ‘চাল’অভিনয়ে ইয়াস রোহান, সাবিলা নুর, শাওন, শান।

 

এছাড়াও ঈদের এই সাত দিন থাকছে গানের অনুষ্ঠান “ আমার গান আমার প্রাণ” অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন থেকে টানা ৭ দিনদুপুর ১টা ৩০ মিনিটে।

 

গানের অনুষ্ঠানের প্রথম দিন থাকছেন গায়িকা দিঠি আনোয়ার, দ্বিতীয় দিন গায়ক রাজিব, তৃতীয় দিন গায়িকা দোয়েল, চতুর্থ দিন গায়ক ফকির শাহাবুদ্দিন, পঞ্চম দিন গায়ক বাদশা বুলবুল, ষষ্ঠ দিন গায়ক ইউসুফ, সপ্তম দিন গায়িকা চম্পা বণিক। এছাড়া থাকছে ঈদ সিনে গানসহ আরো নানা আয়োজন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন