ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৭তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে প্রবেশের পর একজনের মৃত্যু হয়। অপরজন ইজতেমায় আসার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় মৃত্যুবরণ করেন।

জানা গেছে, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা জামান (৪২) নামে এক মুসল্লি ইজতেমা ময়দানে আসার পর বুধবার সন্ধ্যায় নামাজ শেষে রান্নার কাজ করছিলেন। এসময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বুধবার বিকেল ৩টার দিকে সিলেটের ব্রাহ্মণবাড়িয়া থেকে ইজতেমায় অংশগ্রহণের জন্য টঙ্গী রেলওয়ে এলাকায় পৌঁছালে ইউনুছ মিয়া (৬০) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা মুসল্লিরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী গিয়াস উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন