আরও ১৬৬৬ জন করোনা শনাক্ত, মৃত্যু ৩১

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬৬৬ জনের মধ্যে।

রবিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৩৭টি পরীক্ষাগারে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে দাঁড়ালো।

এছাড়া একই সময়ে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮৩৮ জনে দাঁড়াল।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছে ঢাকা বিভাগে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন