আম আকৃতির ডিম পাড়লো মুরগিটি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ মে, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: মুরগির আম আকৃতির ডিমের খবর আগে কখনো শোনা যায়নি। অদ্ভুত এই ঘটনা ঘটেছে বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী পাড়ার বাসিন্দা ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মহসিন রেজার বাড়িতে।

গত তিন দিনে তার একটি মুরগি আমের আকৃতির তিনটি ডিম পেড়েছে। এর একটি ডিম তিনি ভেঙেছেন। আর দুটি ডিম অক্ষত আছে। স্থানীয়রা সেই ডিম দেখতে ভিড় জমাচ্ছেন।

মুরগির মালিক মহসিন রেজা জানান, কালো রংয়ের মুরগিটির বয়স এক বছর। এতদিন মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পেড়েছে। গত বুধবার রাতে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতে মুরগিটি ঠিক আমের আকৃতির তিনটি ডিম পাড়ে। তবে এই ডিমের কুসুম অন্য ডিমের মতো স্বাভাবিক।

তিনি জানান, বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই ডিম গবেষণার জন্য ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।

লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, এ রকম ঘটনা খুবই কম ঘটে। মুরগির খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে বা ডিম পাড়ার আগ-মুহূর্তে সমস্যা হলে এমনটি হতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন