আবারও আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মে, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

শুক্রবার জুমা নামাজের সময় মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা এই হামলা চালায়। এতে অন্তত ৮০ জন মুসল্লি আহত হয়েছেন। মুসল্লিদের ওপর ইহুবাদী সেনারা রাবার বুলেট ছোঁড়ে এবং সাউন্ড বোমা ব্যবহার করে।

ইসরাইল এবং গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য যখন আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ইহুদিবাদী সেনারা এই হামলা চালালো। একে শান্তির বিপরীতে ইহুদিবাদীদের উস্কানি বলে বিবেচনা করা হচ্ছে। ইহুদিবাদী সেনারা হামলার সময় বহুসংখ্যক মুসল্লিকে আটক করেছে যাদের মধ্যে আহত ব্যক্তিরাও রয়েছেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে আল-আকসা মসজিদে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে এবং এই হামলাকে অগ্রহণযোগ্য উস্কানি বলে মন্তব্য করা হয়েছে।

ফিলিস্তিন প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর বর্বরতা বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।‍ এ ঘটনায় জর্দানও ইসরাইলি বাহিনীর নিন্দা করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন