আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার পেল ছাত্রলীগের টিন সহায়তা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০১৮ ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুতের আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য টিন দিয়েছে ছাত্রলীগ।
শনিবার দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামে মামুুুনুর রশিদের ঘর নির্মাণের জন্য ৩ বান্ডিল টিন দেওয়া হয়েছে। মামুন ভাটিয়ালপুর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ঘটনাস্থলে গিয়ে এ সহযোগীতা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে মামুনের বসতঘর আগুনে পুড়ে যায়।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে সবসময় আছি এবং থাকবো। মামুনের ঘর নির্মাণের জন্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার খাঁনের সাথে কথা বলে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিবেন বলে জানান এ নেতা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন