আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ

ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল। করোনা মহামারিতে গতবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরতে। এবার আর ভারতীয় দর্শকদের হতাশ করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

রোববার আইপিএলের ১৪তম আসরের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। সূচি অনুযায়ী ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গুলুরু।

 

৯ এপ্রিল শুরু হয়ে ৩০ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের। ৮ দলের এই টুর্নামেন্টে রয়েছে ৫৬টি ম্যাচ। কলকাতা, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু ১০টি করে ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে ৮টি করে ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদ ও দিল্লি।

 

কোনও দলই নিজেদের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাবে না। সব দলকে চারটি নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ খেলতে হবে।

 

ফাঁকা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হলেও শেষদিকে দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এবারের আসরে দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান খেলবেন দুই দলের হয়ে। সাকিবকে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজ পেয়েছে নতুন দল রাজস্থান রয়্যালস।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন