অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২০ ৪:২০ অপরাহ্ণ

একবছরের জন্য নিষেধাজ্ঞার শাস্তি শোনার সময় সাকিব আল হাসান ছিলেন ওয়ানডে ক্রিকেটে আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান। সাকিবের সেই এক বছরের নিষেধাজ্ঞা শেষ। অপেক্ষা করছেন মাঠে নামার। কিন্তু ব্যাট-বল হাতে মাঠের নামার আগেই শুনেছেন আরেকটি সুখবর। এখনো তিনি ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান। এই বছরে সাকিব কোন ধরনের ক্রিকেট না খেললেও তাকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে কেউ সরাতে পারেনি!

গেল বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা শোনার আগে সাকিব ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ছিলেন নাম্বার ওয়ান। তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৯৪। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। সাকিব নিষেধাজ্ঞায় পড়ার পর যথানিয়মে আইসিসির র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ পড়েন। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবি শীর্ষস্থানে চলে আসেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন